জামালপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, চলাচল বন্ধ

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, ১৯:১৮| আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৯:২৫
অ- অ+

জামালপুরের মেলান্দহে ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে আছে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন। এতে বন্ধ রয়েছে জামালপুর-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে দুরমুট ফুলতলা এলাকায় ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে যায় ট্রেনটি। তবে কেউ হতাহত হয়নি।

রেলওয়ে পুলিশ জানায়, বিকাল ৩টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় তিস্তা এক্সপ্রেস ট্রেনটি। পরে দুরমুট স্টেশন পার হওয়ার পরই ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনটির ইঞ্জিন মেরামত কাজ করছে টেকনিশিয়ানরা। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। যাত্রীরা নিরাপদে রয়েছে।

জামালপুর রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম বলেন, এদিকে ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ইঞ্জিন রওনা করেছে। খুব দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে এই পথে।

(ঢাকা টাইমস/১৪জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে আগুনে পুড়ে ১২ দোকান ছাই
সাতক্ষীরায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ উদ্যোক্তার মৃত্যু
এক বছরেও ডিপিএলের পারিশ্রমিক পাননি মুনিম শাহরিয়ার
বৈষম্যবিরোধীদের কাউন্সিল: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হলেন ওমর ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা