‘দেশের মানুষ আর ভোটবিহীন সরকার দেখতে চায় না’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, দেশের মানুষ আর ভোটবিহীন সরকার দেখতে চায় না। তারা ভোট দিয়ে তাদের পছন্দের সরকার দেখার অপেক্ষা করছে। গত ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোটের অধিকার হরণ করে রেখেছিল। যে কারণে জনগণ এখন ভোট দিয়ে তাদের পছন্দের সরকার নির্বাচিত করার অপেক্ষা করছে।
বুধবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পাহাড়পুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ২৫তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাহাড়পুর জামে মসজিদের সাবেক ইমাম ক্বারী মুসলিম উদ্দীন খানের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ।
সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী তার বক্তব্যে জনগণের পছন্দের সরকার প্রতিষ্ঠায় চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান।(ঢাকা টাইমস/১৬জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন