মাঠে তামিমের উত্তপ্ত আচরণ নিয়ে যা বললেন সাব্বির রহমান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:০৩
অ- অ+

ঢাকার পর সিলেট ঘুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের ১১তম আসর এবার শুরু হচ্ছে চট্টগ্রামে। ঢাকার পর সিলেট ঘুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের ১১তম আসর এবার শুরু হয়েছে চট্টগ্রামে।

চট্টগ্রাম পর্বের প্রথম দিনেই গতকাল (বৃহস্পতিবার) উত্তপ্ত পরিস্থিতি দেখা গেছে ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস ম্যাচে। সাব্বির রহমানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তামিম ইকবাল। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগ্রাসী আচরণের জন্য অনেকেই কাঠগড়ায় তুলছেন তামিমকে। অবশ্য সাব্বির বিষয়টি সেভাবে দেখছেন না। অপ্রীতিকর ঘটনাটি ‘হিট অব দ্যা মোমেন্ট’ ছিল বলে মনে করেন তিনি।

দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সাব্বির বলেন, ‘মাঠের মধ্যে যে ঘটনাই হোক, এটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের। তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই। রেসপেক্টেড বড় ভাই এবং লেজেন্ড ক্রিকেটার। এরকম ক্রিকেটার বাংলাদেশে আসবে ও না, আমি জানি। ওনার হিট অব দ্য মোমেন্টে এটা হয়ে গেছে। আমি ওটা কিছু মনে করিনি। উনি আমার খুবই ক্লোজ বড় ভাই। উনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি , সম্পর্কটা চিরস্থায়ী থাকবে। ভবিষ্যতেও ভালো যাবে।’

ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে। ঢাকার ১৪০ রানের টার্গেটে ব্যাট করছিল ফরচুন বরিশাল। ক্রিজে তখন অপরাজিত দুই ব্যাটার তামিম ইকবাল ও ডেভিড মালান। তামিমের একটি শর্ট বাউন্ডারি লাইনে ঠেকিয়ে সেটি বোলার বা উইকেটকিপারের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনেই ফেলেন সাব্বির।

হয়তো ব্যাটসম্যান যেন বিভ্রান্ত হয়ে আবার রান নেওয়ার জন্য যান এবং সেই সুযোগে তাকে আউট করতে পারে! এমন কোনো উদ্দেশ্য থেকেও কাজটি করে থাকতে পারেন সাব্বির। ক্রিকেটের পরিভাষায় এটাকে “ফেইক ফিল্ডিং” বলে। যদিও বিষয়টা ভালোভাবে নেননি তামিম ইকবাল। উত্তেজিত হয়ে পড়েন।

ম্যাচের ভিডিও ফুটেজে দেখা যায়, এ সময় তামিমকে বলতে শোনা গেছে, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।’ আরও কিছু বলছিলেন, যা স্পষ্ট শোনা যায়নি বলে যাছাই করা যায়নি। ঘটনার পর সাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকলে পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। সাব্বিরকে থামিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। এ সময় ফিল্ড আম্পায়ারও তাদের শান্ত রাখার ভূমিকা পালন করেন।

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা