ফেব্রুয়ারিতে নারীদের বিপিএল আয়োজন করবে বিসিবি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, ২২:৫৫| আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২২:৫৮
অ- অ+

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পরপরই ফেব্রুয়ারিতে নারীদের বিপিএল আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘বোর্ড দেখতে চায় এ টুর্নামেন্টটা কেমন হয়।’

তিনি বলেন, ‘ নারী ক্রিকেটটা কীভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারি -বোর্ড কিছুদিন ধরে এ বিষয়ে চিন্তা করছিল। সেটা মাথায় রেখেই নারী বিপিএল করা যায় কিনা, সেটা নিয়ে চিন্তা-ভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব।’

প্রাথমিকভাবে তিনটি দল নিয়ে নারী বিপিএল শুরু করতে আগ্রহী বিসিবি। ডাবল-লিগ পদ্ধতিতে হবে এই প্রতিযোগিতা। তিন দল একে অপরের বিপক্ষে খেলবে। এরপর শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে যাবে।

সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং একজন করে বিদেশি খেলোয়াড়কে খেলার অনুমতি দেওয়া হবে।

ফাহিম জানান, বিপিএল শেষ হওয়ার পরপরই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমরা তিনটি দল নিয়ে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করব। আট-নয় দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ করব। প্রতিটি দল একে অপরের সঙ্গে দুইবার মুখোমুখি হবে।’

বিসিবির পরিচালক আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। এই ফরমেটের টুর্নামেন্ট নারী ক্রিকেটে কী প্রভার ফেলে, আমরা সেটা দেখতে চাই। আশা করছি এটা দেশের নারী ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নেবে।’

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা