হলান্ডের সঙ্গে ১০ বছরের চুক্তি ম্যানসিটির, পাবেন রেকর্ড পারিশ্রমিক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৫৩
অ- অ+

ইংলিশ প্রিমিয়ার লিগের গোলমেশিন আর্লিং হলান্ড ম্যানচেস্টার সিটির সাথে নতুন চুক্তি করেছেন। পুরনো চুক্তি অনুযায়ী আরও বছর তিনেক ম্যানচেস্টার সিটিতেই থাকতেন আর্লিং হলান্ড। তবে ততদিন অপেক্ষার ধৈর্য নেই ইংলিশ ক্লাবটির।

নতুন করে নরওয়েজীয় তারকার সঙ্গে ১০ বছরের চুক্তি সেরে নিলো তারা। যেখানে পারিশ্রমিকটাও ধরা হয়েছে নজরকাড়া। ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন তিনি।

বর্তমান চুক্তি অনুসারে ২০২৭ সাল পর্যন্ত সিটিতে থাকার কথা হালান্ডের। কিন্তু পেপ গার্দিওলার দলের নতুন চুক্তিতে ২০৩৪ সাল পর্যন্ত ইতিহাদেই থাকবেন ২৪ বছর বয়সী এ তারকা।

শুক্রবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে হলান্ডের সঙ্গে ২০৩৪ সাল পর্যন্ত চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে সিটি।

চুক্তি নবায়ন করে উচ্ছ্বসিত হলান্ড। তিনি বলেন, ‘নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পেরে আমি সত্যিই খুশি। দারুণ এই ক্লাবে আরও বেশি সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে আছি। ম্যানচেস্টার সিটি বিশেষ একটি ক্লাব, এখানে সবাই চমৎকার মানুষ এবং দারুণ সব সমর্থক আছে। এখানকার আবহই এমন যে, সবার ভেতর থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে।’

২৪ বছর বয়সি এ তারকা আরও বলেন, ‘পেপ (গার্দিওলা), তার কোচিং স্টাফ, আমার সতীর্থ এবং ক্লাবের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। কারণ গত কয়েক বছরে তারা আমাকে অনেক সাহায্য করেছে। তারা ক্লাবটিকে এমন একটি বিশেষ জায়গা তৈরি করেছে, এখন যাই হোক না কেন আমি নিজেও সিটি। আমি উন্নতির ধারা অব্যাহত রাখতে চাই, আরও ভালো করার জন্য কাজ করে যেতে চাই এবং সাফল্য অর্জনে আমার সেরাটা দিয়ে সহায়তা করতে চাই।’

২০২২ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে সিটিতে যোগ দেন হলান্ড। তখন বাই-আউট ক্লজ রাখা হলেও নতুন চুক্তি থেকে সেটি সরিয়ে দেয়া হয়েছে। আগের দলবদলে হলান্ডের প্রতি আগ্রহ দেখিয়েছিল স্পেনের দুই বড় ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তাই গুঞ্জন ছিল, ইংল্যান্ড ছেড়ে স্পেনে পাড়ি জমাতে পারেন তিনি। নতুন চুক্তিতে সেই আলোচনার ইতি ঘটল।

আগের চুক্তি অনুযায়ী সপ্তাহে ৩ লাখ ৭৫ হাজার পাউন্ড পারিশ্রমিক পেতেন হলান্ড। ইংলিশ সংবাদ মাধ্যম দ্য সান বলছে, নতুন চুক্তিতে তার বেতন সপ্তাহে দাঁড়াতে পারে ৫ লাখ পাউন্ডে। যা ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক।

২০২২ সালে সিটিতে যোগ দেয়ার পর ১২৬ ম্যাচ খেলে ১১১ গোলের পাশাপাশি ১৫ অ্যাসিস্ট করেছেন হলান্ড। ইংলিশ ক্লাবটির হয়ে আড়াই বছরের ক্যারিয়ারে দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি এফএ কাপ জিতেছেন এ নরওয়েজীয়।

(ঢাকাটাইমস/১৮ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে: ডিএমপি কমিশনার
ডিএমপির সাবেক সহকারী কমিশনার রাজন সাহা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে শিশুসহ নিহত ১৪০০: জাতিসংঘের প্রতিবেদন
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পাঁচ পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা