পাওয়ার প্ল্যান্টের তেলবাহী জাহাজ ডাকাতি, উদ্ধার করল নৌ পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:২০
অ- অ+

পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেলবাহী জাহাজ থেকে ৩৬০ মেট্রিক টন ফার্নেস ওয়েল ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ জানুয়ারি নারায়ণগঞ্জ থেকে তেলবাহী জাহাজটি গাজীপুর যাচ্ছিল। পথে তেল লুটের ঘটনা ঘটে। শনিবার নৌ পুলিশে অভিযানে সিরাজগঞ্জ থেকে তেলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, জাহাজটি নারায়ণগঞ্জ থেকে রওনা হবার পর মুন্সীগঞ্জ সদর থানার চর মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন শীতলক্ষ্যা নদীর মোহনায় পৌঁছালে স্টাফদের অস্ত্রের ভয় ও প্রাণনাশের হুমকি দিয়ে নিয়ন্ত্রণ নেওয়া হয়। পরে ডাকাতরা জাহাজে থাকা প্রায় ৩৫০ টন তেল আরেকটি জাহাজে নিয়ে পালিয়ে যায়।

অভিযুক্তরা হলেন— ইসমাইল বেপারি, আমজাদ হোসেন তপু, ফেরদৌস ফরাজী, রিয়াজ হোসেন, সুমন মিয়া, ইউসুফ মিয়া, অনিক মিয়া এবং রানা।

এ সময় তেল লুটে ব্যবহৃত এমভি ভূইয়া নামে একটি বাল্কহেড, তেল আনলোড করার স্যালো মেশিন, দুটি পাইপ, ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার হয়।

রবিবার দুপুরে রাজধানীর গুলশান পুলিশ প্লাজায় নৌ-পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বাহিনীর ডিআইজি মিজানুর রহমান বলেন, ‘রাজনৈতিক পট পরিবর্তনের পর নৌপথকে অস্থিতিশীল করতে ডাকাত দল সক্রিয় রয়েছে। ডাকাতি ও দস্যুতা রোধে নিয়মিত আমাদের টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চল একটি সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ১০ জানুয়ারি নারায়ণগঞ্জের বন্দর থানার মদনগঞ্জ সামিট গ্রুপের ঘাট থেকে ওটি বিন জামান-১ নামের ওয়েল ট্যাঙ্কার প্রায় তিন কোটি টাকার ৩৬০ মেট্রিক টন ফার্নেস ওয়েল নিয়ে গাজীপুর কড্ডা পাওয়ার প্ল্যান্টের উদ্দেশে যাত্রা করে। জাহাজটি মুন্সীগঞ্জ সদর থানার চর মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন শীতলক্ষ্যা নদীর মোহনায় পৌঁছালে জাহাজের স্টাফদের জিম্মি করা হয়। দেশীয় অস্ত্রের মুখে সংঘবদ্ধ দলটি জাহাজের নিয়ন্ত্রণ নেয়। জাহাজ থেকে প্রায় ৩৫০ টন তেল অন্য আরেক জাহাজে নিয়ে পালিয়ে যায়।’

ডিআইজি বলেন, ‘নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানের নির্দেশে এবং নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আলমগীর হোসেনের তৎপরতায় যমুনা নদীর সিরাজগঞ্জের চৌহালী থানার চর সলিমাবাদ ভূতের মোড় এলাকায় অভিযান চালিয়ে লুট করা তেল উদ্ধার করা হয়। এ সময় তেল লুটে ব্যবহৃত জাহাজসহ অস্ত্র ও নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।’ নৌপথের নিরাপত্তা নিশ্চিতে যেকোনো প্রয়োজনে নৌ-পুলিশের সহযোগিতা নিতে সবাই অনুরোধ জানান পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এসএস/কেএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা