যুদ্ধ বন্ধে চুক্তি করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট: দাবি ট্রাম্পের

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৪১
অ- অ+

বিশ্বের অন্যতম শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি টানতে একটি চুক্তি ব্যাপারে আগ্রহী দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার শপথ গ্রহণের পর ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান এবং প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই তিনি সেটি করতে চেয়েছিলেন। সেই ধারাবাহিকতায়ই তাকে তার প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞেস করা হয়।

জবাবে ট্রাম্প বলেন, ‘আচ্ছা, এটি দিনের অর্ধেক। দিনের বাকি অর্ধেক এখনও বাকি রয়েছে। দেখা যাক কী হয়।’

মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি জেলেনস্কি যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে চান।

প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধ সম্পর্কে ট্রাম্প বলেন, ‘বেশিরভাগ মানুষ মনে করেছিল যে, এই যুদ্ধ এক সপ্তাহে শেষ হয়ে যাবে। আমি মনে করি, তিনি (জেলেনস্কি) এই যুদ্ধ শেষ করার ব্যাপারে খুব ভালোভাবেই রাজি।’

মার্কিন নির্বাচনের আগে প্রচারণায় গিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘আমি যুদ্ধ শুরু নয়, থামাবো।’ তিনি শপথ নেওয়ার আগেই গাজা-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের অপেক্ষায় গোটা বিশ্ব।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই আন্দোলনে শিশুসহ নিহত ১৪০০: জাতিসংঘের প্রতিবেদন
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পাঁচ পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া 
নরসিংদীতে এক সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা