ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৫, ১৬:৩৫| আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৬:৪১
অ- অ+

ময়মনসিংহে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মো. বুলবুল আহমেদ সজিব (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার বিকালে জেলার মরাখলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশ নিয়ে একটি অভিযান চালায়। অভিযানে বুলবুল আহমেদ সজিবকে গ্রেপ্তার করলে তিনি ডাক চিৎকার করেন। এসময় তার আত্মীয়স্বজন, সমর্থকরা সজিবকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা দা, লাঠি, লোহার রড দিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। এই ঘটনায় এসআই মো. রফিকুল ইসলামের মাথা জখম হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে ওসি সহিদুল ইসলাম জানান।

(ঢাকা টাইমস/২১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা