৯ মাসে ইরান-কাতার বাণিজ্য ৫৩ ভাগ বেড়েছে

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম নয় মাসে (২০ মার্চ থেকে ২১ ডিসেম্বর ২০২৪) ইরান ও কাতারের মধ্যে বাণিজ্য বেড়েছে ৫৩ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে এই বাণিজ্য বেড়েছে বলে জানিয়েছেন কাতারে নিযুক্ত ইরানি বাণিজ্যিক অ্যাটাচি আব্বাস আব্দুলখানি।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আব্দুলখানি জানান, এই বছরের প্রথম ৯ মাসে ইরান ও কাতারের মধ্যে প্রায় ২৬৫ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ৫৩ শতাংশ বেশি।
উল্লিখিত সময়ের বাণিজ্য পরিসংখ্যানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক যোগাযোগের উন্নয়নের ইঙ্গিত রয়েছে বলে তিনি জানান।
কাতারে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের তালিকা উল্লেখ করে আব্দুলখানি বলেন, কাতারে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের মধ্যে শাকসবজি, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য, ডিম, চিংড়ি, জাফরান, কার্পেট, নির্মাণ সামগ্রী এবং খনিজ পদার্থ রয়েছে।
সূত্র: তেহরান টাইমস
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এমআর)

মন্তব্য করুন