রাঙ্গুনিয়ায় চোলাই মদসহ গ্রেপ্তার ২

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:৩৮| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭
অ- অ+

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ৪০ লিটার চোলাই মদসহ দুজনকে গ্রপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে সোপর্দ করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— রাউজান উপজেলার বাসিন্দা মো. শুভ (২২) ও মো. নাজিম উদ্দিন (২৪)। এর আগে বুধবার বিকালের দিকে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটা ইউনিয়নের সিঙ্গাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, বুধবার বিকালে ৪০ লিটার চোলাই মদসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দিয়ে তাদের বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

(ঢাকা টাইমস/২৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’—বলা সেই পুলিশ কর্তাসহ তিনজন বরখাস্ত
ক্ষুদ্র জাতিগোষ্ঠী নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়
কুষ্টিয়ায় পাট জাগ দিতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু
‘গুলি করলে মরে একটা, বাকিডি যায় না’ বলা সেই পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা