৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চালু

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:১১
অ- অ+

ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে চালু হয়েছে ফেরি চলাচল। শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বৃহস্পতিবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদীতে কুয়াশা বাড়তে থাকে। একপর্যায়ে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা সংকুচিত হয়ে পড়ে। এতে নৌ-দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১০টা ৪০ মিনিটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে আটকে পড়া যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। এই রুটে এখন ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয়ে যাচ্ছেন বিডিআরের ৯ সদস্যের প্রতিনিধি দল 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে: ডিএমপি কমিশনার
ডিএমপির সাবেক সহকারী কমিশনার রাজন সাহা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে শিশুসহ নিহত ১৪০০: জাতিসংঘের প্রতিবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা