মহেশপুরে সীমান্ত থেকে ৫ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করেছে বিজিবি।
শনিবার ৫৮ বিজিবির মিডিয়া সেলের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ লড়াইঘাট বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/১৩৭-আর থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া কাঁচা রাস্তার পাশে আম বাগানের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে বলে।
এছাড়া শনিবার সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা হতে নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে পাঁচজন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
(ঢাকা টাইমস/২৫জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন