পূবাইলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৫, ১৮:৪৮
অ- অ+

গাজীপুরের পূবাইলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে হারবাইদ স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়।

এতে পূবাইল থানার মারুকা ভাই ভাই একাদশ এবং বিন্দান একাদশের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় বিন্দান একাদশ আর রানার্সআপ হয় মারুকা ভাই ভাই একাদশ।

খেলা শেষে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন বিন্দান একাদশকে নগদ প্রাইজ মানি ৫০ হাজার এবং রানার্সআপ হিসেবে মারুকা ভাই ভাই একাদশকে নগদ ৩০ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন কবির মাষ্টার, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, পূবাইল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া প্রমুখ।

(ঢাকা টাইমস/২৫জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৭ বছর পর মায়ের ছোঁয়া পেলেন ডা. জোবাইদা রহমান 
আ.লীগ প্রতিরোধে ৩৫ সংগঠনের ‘জুলাই ঐক্য’-এর আত্মপ্রকাশ
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা