পূবাইলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গাজীপুরের পূবাইলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে হারবাইদ স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়।
এতে পূবাইল থানার মারুকা ভাই ভাই একাদশ এবং বিন্দান একাদশের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় বিন্দান একাদশ আর রানার্সআপ হয় মারুকা ভাই ভাই একাদশ।
খেলা শেষে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন বিন্দান একাদশকে নগদ প্রাইজ মানি ৫০ হাজার এবং রানার্সআপ হিসেবে মারুকা ভাই ভাই একাদশকে নগদ ৩০ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন কবির মাষ্টার, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, পূবাইল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া প্রমুখ।
(ঢাকা টাইমস/২৫জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন