বগুড়ায় আঞ্চলিক সড়কে গাছ ফেলে গণডাকাতি  

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, ১৪:০৮| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৪:৩৫
অ- অ+

বগুড়ার নন্দীগ্রামে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের থেলকুড় এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত চক্রের হামলায় মালামাল খোয়া যাওয়া ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০-১৫ জনের ডাকাতদল সড়কের পাশের গাছ কেটে ব্যারিকেড দেয়। এরপর ওই সড়কে চলাচলকারী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল থামিয়ে লোকজনকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। গ্রামের লোকজন খবর পেয়ে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায়। পরে পুলিশ এসে সড়ক থেকে কাটা গাছ অপসারণ করলে যানবাহন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী সিংড়া উপজেলার গ্রাম থেকে ডাকাতরা এখানে আসে বলে জানা গেছে। ডাকাতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। তবে কত মালামাল খোয়া গেছে তা জানা যায়নি।

(ঢাকা টাইমস/৩০জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশির মরদেহ উদ্ধার 
স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপির অঙ্গীকার : আমিনুল হক
ডেকে এনে কাজ করানো হলেও পারিশ্রমিক দেওয়া হয়নি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা