বগুড়ায় আঞ্চলিক সড়কে গাছ ফেলে গণডাকাতি

বগুড়ার নন্দীগ্রামে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের থেলকুড় এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত চক্রের হামলায় মালামাল খোয়া যাওয়া ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১০-১৫ জনের ডাকাতদল সড়কের পাশের গাছ কেটে ব্যারিকেড দেয়। এরপর ওই সড়কে চলাচলকারী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল থামিয়ে লোকজনকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। গ্রামের লোকজন খবর পেয়ে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায়। পরে পুলিশ এসে সড়ক থেকে কাটা গাছ অপসারণ করলে যানবাহন চলাচল শুরু হয়।
(ঢাকা টাইমস/৩০জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন