বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে এনএসসির ‘তদন্ত কমিটি’ গঠন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৫, ১১:১০
অ- অ+

বিসিবির সভাপতি হওয়ার পরেই ফারুক আহমেদ জানিয়েছিলেন, এবার নতুন আঙ্গিকে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল। তবে বিপেএলের ১১তম আসর শুরুর পর দেখা গেলো উল্টো চিত্র। খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে ফ্র্যাঞ্চাইজিগুলো যে নাটকের মঞ্চায়ন করেছে, তাতে হয়তো সবচেয়ে বাজে আসরের উদাহরণ হয়ে থাকবে ২০২৫ বিপিএল।

পারিশ্রমিক না পাওয়ায় খেলোয়াড়দের অনুশীলন বাতিল, বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট কিংবা দলের সঙ্গে অবস্থান না করার মতো ন্যাক্কারজনক ঘটনার দৃশ্যায়ন হয়েছে এবার। যা নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবক সংস্থা এনএসসি। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) একটি পেশাদার টি-টোয়েন্টি লিগ হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠা লাভ করেছে। ২০২৫ বিপিএলকে সাজানো হয়েছে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় লক্ষ্য অর্জনের একটি সোপান হিসেবে। প্রধান উপদেষ্টা স্বয়ং এ নিয়ে বেশ কিছু উদ্ভাবনী ধারণা প্রদান করেছেন।

তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বিপিএলকে কেন্দ্র করে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ সংক্রান্ত বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, যা জাতীয় ক্রীড়া পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছে। চুক্তি মোতাবেক যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ না করা হলে বিসিবি, বিপিএল তথা দেশের সম্মানের জন্য হানিকর মর্মে প্রতীয়মান হয়। উত্থাপিত ইস্যুসমূহ যথাযথ পরীক্ষা করে খতিয়ে দেখার জন্য একটি ‘সত্যানুসন্ধ্যান কমিটি’ গঠন করা হলো।

এনএসসির পরিচালকের (ক্রীড়া) নেতৃত্বে এই কমিটিতে আছেন এনএসসি চেয়ারম্যানের একান্ত সচিব এবং সংস্থাটির সহকারী পরিচালক (ক্রীড়া)। এই কমিটি সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ছাড়া ঢাকা পোস্টে প্রকাশিত ‘বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে ক্ষুব্ধ তামিম’ শিরোনামের প্রতিবেদনটিও নজরে এসেছে এনএসসির। সেটিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিসিবি সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল ছিল দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। যাদের নিয়ে বিদেশি ক্রিকেটারও অভিযোগ জানান বিসিবির কাছে। এ ছাড়া পারিশ্রমিক বকেয়া থাকায় একটি ম্যাচে বিদেশি ক্রিকেটাররা মাঠেই হাজির হননি। সেদিন ম্যাচটি বিদেশি ছাড়াই খেলে রাজশাহী। এ ছাড়া ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে দেওয়া চেক একাধিকবার বাউন্স (চেক ফেরত) হওয়ারও অভিযোগ রয়েছে। একইভাবে নির্ধারিত সময়ে পারিশ্রমিক না দেওয়ার দোষে দুষ্ট আরেক ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংস।

(ঢাকাটাইমস/৩১ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মা ও ৬ মাসের শিশুসহ ১১ জন নিহত
'সীমান্ত গৌরবে' বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস 
স্বাধীনতা দিবসে ঘরে বসেই দেখুন মুক্তিযুদ্ধের সাড়া জাগানো এই সিনেমাগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা