সুনামগঞ্জে ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪১| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৯
অ- অ+

সুনামগঞ্জের সদর উপজেলা, তাহিরপুর, দোয়ারাবাজারের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫৫ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দকৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে ভারতীয় ওষুধ, চিনি, মেহেদী, ফুসকা, গরু, কয়লা ও মোটরসাইকেল।

মঙ্গলবার ভোর রাতে জেলার বিভিন্ন বিজিবি ক্যাম্পের নিজ নিজ এলাকায় ভারতীয় বিভিন্ন পণ্যগুলো জব্দ করে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি জানিয়েছে, মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার চিনাউড়া সীমান্তের মালাইগাঁও এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের ২৫ হাজার ১৬০ পিস ভারতীয় ওষুধ জব্দ করে। এছাড়াও বালিয়াঘাটা, টেকেরঘাট

ডলুরা, চিনাকান্দি, পেকপাড়া সীমান্ত থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা, চিনি, গরু, কয়লা, মেহেদী এবং মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

তিনি জানিয়েছেন, সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে পণ্য আমদানিকারীরা পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে আমাদের আভিযান অব্যাহত রয়েছে। বিপুল পরিমাণ জব্দ মালামাল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/০৪ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা