তামিমের মতে এবারের বিপিএলে যাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি

গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের। ৭ দলের প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে টিকে আছে দুই দল। আগামীকাল (শুক্রবার) ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটির আগেরদিন আজ (বৃহস্পতিবার) মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এ সময় তিনি ফাইনালে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি সেই প্রশ্নের উত্তর দিয়েছেন।
ফাইনালে জয়ের জন্য শান্ত থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তামিম, ‘যে দল বেশি শান্ত থাকবে, সে দলেরই জেতার সুযোগ বেশি। কোয়ালিফাইয়ের ম্যাচগুলোতে এবার আমি বেশি চাপে ছিলাম। ফাইনাল খেলার সৌভাগ্য এর আগে দু’বার হয়েছে আমার। কুমিল্লা ও বরিশালের বিপক্ষে একবার করে। সাধারণত ফাইনাল নিয়ে আমি বেশি কিছু ভাবি না। আশা করি কালকের দিনটাও এরকমই যাক।’
বরিশাল অধিনায়ক আরও বলেন, ‘আমরা সবাই বলি ফাইনাল আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এমন অবস্থায় আপনাকে অবশ্যই অনেক বেশি শান্ত থাকতে হবে। আপনার যদি নার্ভাসনেস কাজ করে, আর আপনি যদি চাপ সরাতে না পারেন তাহলে আপনি ভুল করবেন। এটাই আমার চাবিকাঠি। যে দল বেশি শান্ত থাকবে, তাদের সুযোগ বেশি থাকবে।’
এবারের বিপিএল শুরুর আগে থেকেই বরিশালের স্কোয়াড ছিল আলোচনায়। ভারসাম্যপূর্ণ সেই স্কোয়াডে থাকা ক্রিকেটারদের প্রতি ফাইনালের আগে কৃতজ্ঞতা জানালেন তামিম, ‘আমাদের দলের ক্রিকেটাররা বেশ অভিজ্ঞ। তারা বিভিন্ন সময়ে নানা চাপ মোকাবিলা করেছে। সেগুলো অনেক সময় পার করেছে, অনেক সময় ব্যর্থ হয়েছে। অভিজ্ঞতা অনেক বড় ব্যাপার। এ ছাড়া আমাদের দলে যারা খেলছে ওদের সঙ্গে কথা বলে বুঝতে পারবেন, আমাদের ফ্র্যাঞ্চাইজিতে ভেরি রিল্যাক্স কালচার। আমরা কোনো কিছুই সীমার বাইরে করি না, জিতলেও না, হারলেও না।’
সাফল্য না পেলেও, বরিশালের সব ক্রিকেটারের সম্মানের নিশ্চয়তা দেওয়া হয় বলেও জানিয়েছেন তামিম, ‘আমি সবসময় আমাদের ক্রিকেটারদের একটা কথাই বলি। এই টুর্নামেন্টে যেটাই হোক না কেন, আমরা জিতি বা হারি, আমাদের দলে একটা জিনিস গ্যারান্টেড। সেটা হচ্ছে ক্রিকেটারদের প্রতি সম্মান। এটা গ্যারান্টেড, অন্য কিছু না। আমরা চ্যাম্পিয়ন হতে পারি, নাও হতে পারি, প্রথম রাউন্ডেই নাও যেতে পারি, তবে একটা জিনিস গ্যারান্টেড, এটা হচ্ছে সম্মান। পারফরম্যান্সের কারণে আপনাকে খুব বেশি ভালোবাসা দেওয়া হবে না, আবার খারাপ খেলার কারণে খারাপ ব্যবহার করা হবে না। আমি মনে করি এটাই আমাদের উন্নতির চাবিকাঠি।’
প্রসঙ্গত, আগামীকাল (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। এদিন টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই টানা দ্বিতীয় আসরে শিরোপা জয়ের লক্ষ্যে নামবেন তামিম-মাহমুদউল্লাহরা।
(ঢাকাটাইমস/০৬ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন