পূবাইলে ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যু

গাজীপুরের মহানগরীর পূবাইলে মাজুখান এলাকায় ট্রেনের ধাক্কায় মোসা. রোকসানা (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে পূবাইল থানাধীন মাজুখান-হারবাইদ রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
নিহত মোসা. রোকসানা গাজীপুর মহানগরীর পূবাইল থানার মাজুখান উওরপাড়া এলাকার মৃত রহমান মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রোকসানা মানসিক রোগী। নিহত রোকসানার পরিবার জানায় ভোরের দিকে বাসা থেকে না বলে বের হয়ে যায়। সিলেট থেকে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই কিশোরী মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে ফাড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/০৭ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন