গুরুদাসপুরে অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

পুকুর খনন মহামারি আকার ধারণ করার আগেই কঠোর ব্যবস্থা নিচ্ছে গুরুদাসপুর উপজেলা প্রশাসন। এরই মধ্যে অবৈধভাবে পুকুর খননের অপরাধে জেল-জরিমানা শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, অবৈধভাবে পুকুর খননের খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর ডোবার পাড়া অভিযান চালানো হয়।
এর আগে নাজিরপুর এলাকায় পুকুর খননের দায়ে আরও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কোনোভাবেই অবৈধভাবে পুকুর খনন করতে দেওয়া হবে না জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, পুকুর খনন রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার পরামর্শ সবাই যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়।
(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন