মোহাম্মদপুরে ১০ মামলার এজাহারনামীয় আসামি ‘ডিবি সুমন’ গ্রেপ্তার

রাজধানীর আদাবর থানার হত্যাচেষ্টা মামলাসহ ১০ মামলার এজাহারনামীয় আসামি মো. সুমন ওরফে ডিবি সুমনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর এলাকা থেকে র্যাব-২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার রাতে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৩ জানুয়ারি রাতে সুমন ওরফে ডিবি সুমনের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল প্রভাব বিস্তারের লক্ষ্যে আদাবর থানাধীন মেহেদীবাগের একটি মুদি দোকানের সামনে পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে এবং দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিম আলমগীর (২১) ও আরিফ (১৯)গুরুতর জখম করে। এ ঘটনায় আদাবর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হয়।
এ মামলাটি রজু হলে ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার রাতে আসামিকে মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃত সুমন বিভিন্ন থানার ১০ মামলার এজাহার নামীয় আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এলএম/এমআর)

মন্তব্য করুন