সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত 

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩০| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৩
অ- অ+

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনার পর বিএনপির উভয় গ্রুপের দুই নেতার দলীয় সব পদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন— সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ড. এম. এ মুহিত এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরোয়ার।

গোলাম সরোয়ার পত্র প্রাপ্তি ও পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পত্রে উল্লেখ করা হয়েছে, দলের মধ্যে বিশৃঙ্খলা ও হানাহানি সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই দুই নেতার দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে প্রবেশের সময় গোলাম সরোয়ারকে বাধা দেওয়া হয়। ওই সময় ড. এম. এ মুহিতের সমর্থকদের মারধরে গোলাম সরোয়ারসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনার তদন্তে সোমবার দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি।

(ঢাকা টাইমস/১১ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমিরাতের বিপক্ষে প্রথম টি-২০তে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০২৫-২৬ অর্থবছরের এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা
মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
ভারতের পুশইন ও পানি আগ্রাসনের ব‍্যাপারে সোচ্চার ও সতর্ক থাকতে হবে: মঞ্জু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা