বইমেলায় আটক

শতাব্দী ভব ও তৌহিদী জনতার আটজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৩
অ- অ+

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বই বিক্রি করায় তৌহিদী জনতার সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির জেরে থানা হেফাজতে নেওয়া সব্যসাচীর প্রকাশক শতাব্দী ভবকে ছেড়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে তৌহিদী জনতার ব্যানারে আটক আটজনকে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। সোমবার রাতে শাহবাগ থানা পুলিশ তাদেরকে ছেড়ে দেয়।

মঙ্গলবার বিকালে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তসলিমা নাসরিনের বই রাখায় বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় সব্যসাচী প্রকাশনার স্টলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সোমবার সন্ধ্যায় ‘তৌহিদী জনতা’র নামে একদল লোক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করলে পুলিশ পরিস্থিতি সামাল দিতে শতাব্দী ভবকে বইমেলায় পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যাওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে আটজন এবং শতাব্দী ভবকে থানা নেওয়া হয়। পরে পৃথক মুসলেকা নিয়ে রাতেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে উত্তেজিত জনতার দাবি, এই প্রকাশক সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করে ইসলামপন্থিদের ‘জঙ্গি’ বলে গালাগাল করেছেন এবং মেলায় এসে ‘জয় বাংলা/জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে সাধারণ-জনতার ওপর হামলা করেছেন। ওই স্টল থেকে তসলিমা নাসরিনের বইগুলো সরিয়ে ফেলতে বললে শতাব্দী ভব তৌহিদী জনতার ওপর তেড়ে যান। এরপরই বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

এই ঘটনার পর রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা একুশে বইমেলায় একটি বইয়ের দোকানে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে পুলিশ ও বাংলা একাডেমিকে এই ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

এছাড়াও পুলিশকে মেলায় নিরাপত্তা জোরদার করার এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এরএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মালচিং প্রযুক্তিতে চাষাবাদ, কম খরচে লাভবান কৃষক
‘চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ পেলে দল থেকে বহিষ্কার করা হবে’
হরিরামপুরে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফ্যাসিবাদীদের বিচার, নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সরকারের অবস্থান বিভ্রান্তিকর: এবি পার্টি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা