মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাউন্ডারি দেয়ালে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও এক যুবক।
বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট মাদ্রাসার সামনে লাঙ্গলবাধ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, মৌরাট ইউনিয়নের রুপিয়াটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতরা হলেন- উপজেলার সরিষা ইউনিয়নের জাগির বাগলী গ্রামের শরিফুল ইসলামের ছেলে শুভ (১৮) ও মৌরাট ইউনিয়নের জীবন নালা গ্রামের মিলনের ছেলে নিলয় (২৪)। আহত কিশোরের নাম রিফাত বিশ্বাস (১৭)। সে সরিষা ইউনিয়নের জাগির বাগলী গ্রামের মঞ্জুর বিশ্বাসের ছেলে। তারা তিনজন সম্পর্কে বন্ধু।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বিল্পব হোসেন জানান, শুভ, নিলয় ও রিফাত একটি মোটরসাইকেলে করে লাঙ্গলবাধ সড়ক দিয়ে পাংশা শহর থেকে জাগির বাগলীর দিকে যাচ্ছিল। শুভ মোটরসাইকেল চালাচ্ছিল। এসময় তারা রুপিয়াট মাদ্রাসার সামনে এলে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার বাউন্ডারি দেয়ালে ধাক্কা খায়।
এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে শুভ ও নিলয় মারা যান।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্ত্যরত চিকিৎসক ডা. আনোয়ারুল ইসলাম খান বলেন, শুভ ও নিলয় নামে দুই কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। আহত রিফাতের অবস্থাও গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য রাকিবুল ইসলাম বলেন, বিকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। একজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন