যারাই গণতন্ত্রের কথা বলতো তাদেরকেই আয়নাঘরে ঢুকানো হতো: লায়ন ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫২
অ- অ+

যারাই গণতন্ত্রের কথা বলতো তাদেরকেই আয়নাঘরে ঢুকানো হতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান।

বুধবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লায়ন ফারুক রহমান বলেন, “গত ১৭ বছরে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকারের শাসন আমলে যারাই গণতন্ত্রের কথা বলতেন তাদেরকেই আয়নাঘরে ঢুকানো হতো। তাদের রাজত্ব টিকিয়ে রাখতে গুম-খুন করা হয়েছে অনেক নিরপরাধ মানুষকে। জীবন দিতে হয়েছে অনেক নারী ও শিশুর। মানুষের জানমালের নিরাপত্তা ছিল না।”

তিনি বলেন, “ভারত আমাদের কখনই বন্ধু হতে পারে না। দীর্ঘ ১৭ বছরে দেশটাকে আইয়ামে জাহেলিয়াতের যুগ অর্থাৎ অন্ধকার যুগে পরিণত করেছিল। খুনি শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এনে বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তি পাবে না।”

আয়োজক সংগঠনের সভাপতি মোক্তার আখন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি মো. শামীম কায়সার লিংকন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪১০তম বোর্ড সভা অনুষ্ঠিত
সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
হামলা-লাঞ্ছনা, অতঃপর পুলিশের হস্তক্ষেপে বায়রার সংবাদ সম্মেলন
ইশরাককে  শপথ পড়ানো সম্ভব নয়, যদি...
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা