মোহাম্মদপুরে এসিল্যান্ডের গাড়ি চালককে কোপালো দুর্বৃত্তরা, নষ্ট করল সিসিটিভি ফুটেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৩
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে দিনদুপুরে একজন এসিল্যান্ডের গাড়িচালককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এছাড়া সেখানে থাকা সিটিটিভি ফুটেজ নষ্ট করেছে তারা।

বুধবার দুপুরে ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে গাড়িচালক হারুন অর রশিদ বরতমানে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন আছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২ টার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার ৪৫ নম্বর বাসার নিচে এসিল্যান্ডের গাড়িচালক হারুন অর রশিদকে ৬/৭ জন দুর্বৃত্তরা মিলে কুপিয়ে জখম করে। পরবর্তীতে তারা বাসাটির সিসিটিভি ফুটেজ নষ্ট করে ও ডিভিডিয়ার নিয়ে চলে যায়।

এ ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা ভুক্তভোগীকে ঢামেকে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা