যারা আ.লীগের রাজনীতি ফেরাতে চায় তাদের হুঁশিয়ারি করলেন আখতার হোসেন

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৬
অ- অ+

বিশিষ্ট নাগরিকের নামে কেউ কেউ বাংলাদেশে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর বৈধতা দিতে চাইছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি হুঁশিয়ার করেছেন, আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনার চক্রান্ত করা হলের রাজপথে জবাব দিতে জনতা তৈরি আছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সসিলেট মহানগরের রিকাবীবাজারের কাজী নজরুল অডিটরিয়ামে জাতীয় নাগরিক কমিটির বিভাগীয় প্রতিনিধি সভায় হুঁশিয়ারি করেন তিনি।

নাগরিক কমিটির সদস্যসচিববিশিষ্ট নাগরিকের নামে যারা বাংলাদেশে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর বৈধতা দিতে চায়, তাদের ধ্বংস করার জন্য বাংলাদেশের ছাত্র-জনতাই যথেষ্ট। যদি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করার কিংবা ফিরিয়ে আনার চক্রান্ত করা হয়, রাজপথে জবাব দেওয়ার জন্য জনতা তৈরি আছে।

কোনো সম্প্রদায়ের মানুষকেই আওয়ামী লীগ শান্তিতে থাকতে দেয়নি বলে অভিযোগ করে আখতার হোসেন বলেন, তারা বিভাজনের রাজনীতিকে জিইয়ে রেখেছিল। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিষিদ্ধ ঘোষণার দাবি জানান তিনি।

নাগরিক কমিটি একটি মধ্যপন্থী দল গড়তে চায় বলে জানান এই সদস্যসচিব। তাদের পরিকল্পিত নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এমন এক রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যেখানে কোনো বৈষম্য থাকবে না। ন্যায় ইনসাফের পলিসিই হবে নতুন বন্দোবস্ত। এখানে আর কোনো বাকশাল ফ্যাসিবাদকে জায়গা দেওয়া হবে না।

সভায় স্বাগত বক্তব্য দেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হোসাইন আহমদ। এতে আরও বক্তব্য দেন

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, সিলেটের আইনজীবী জোসনা ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসাদুল্লাহ আল গালিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত কামরান হোসেন, সমাজসেবক আইয়ুব করম আলী, আইনজীবী আফরোজ উদ্দিন দেলোয়ার হোসেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় বিজ্ঞান জৈবপ্রযুক্তির সেল সম্পাদক শ্যামা দেব, যুগ্ম সদস্যসচিব আল আমীন, সদস্য শওকত আলী, প্রীতম দাশ, দ্যোতি অরণ্য চৌধুরী, নারী সেল সম্পাদক সাদিয়া ফারজানা, নাগরিক কমিটির সিলেটের প্রতিনিধি আব্দুর রহিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের আহ্বায়ক আখতার হোসেন, চা শ্রমিক প্রতিনিধি গীতা রানী প্রমুখ।

সভায় জুলাই আন্দোলন নিয়ে কবিতা আবৃত্তি করেন সাব্বির আহমেদ। দেশাত্মবোধক গান পরিবেশন করেন নাগরিক কমিটির একজন স্থানীয় প্রতিনিধি। এর আগে এদিন বেলা দুইটা থেকে জুলাই আন্দোলনের বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
ঈদ টার্গেট করে বিপুল জাল নোট তৈরি, ৪০ লাখ ছাড়ার পর পুলিশের হাতে ধরা
সুনামগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, সুপার ওভারে শূন্য রানেই অলআউট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা