অপারেশন ডেভিল হান্ট: যশোরে যুবলীগ নেতা গ্রেপ্তার

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০২
অ- অ+

অপারেশন ডেভিল হান্ট অভিযানে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাফর ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের পোস্ট অফিসপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাফর ইকবাল যশোর-৩ আসনের ভোটারবিহীন নির্বাচনে আওয়ামী লীগের এমপি কাজী নাবিল আহমদের অনুসারী।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাফরের বিরুদ্ধে সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী নাবিল আহমদের অনুসারী হওয়ার কারণে দেয়াড়া ইউনিয়নে সরকারি অনুদানের সব টাকা জাফর ইকবালের হাত দিয়ে যেত। সেই সুযোগে উন্নয়নের টাকা আত্মসাৎ করেছেন জাফর। এ কারণে বেশ কয়েকবার ধরাও পড়েছেন তিনি।

এছাড়া যুবলীগ নেতা জাফরের বিরুদ্ধে নারাঙ্গালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় ও একটি কবরস্থানের মাটি ভরাটের কাজে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আছে। মাদরাসার টাকা আত্মসাৎসহ বিভিন্ন উন্নয়ন কাজে বিপুল পরিমাণ টাকা আত্মসাতেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

(ঢাকা টাইমস/১৪ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্যাসিবাদীদের বিচার, নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সরকারের অবস্থান বিভ্রান্তিকর: এবি পার্টি
দাগনভূঞায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 
ডিপিএল: শান্ত-মিঠুনে ভর করে টানা ৬ জয়ে শীর্ষে আবাহনী
রাজশাহীতে দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা