ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন, আটক ৩৭

ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে পাঁচটি ড্রেজার ও ১২টি বাল্কহেডসহ ৩৭ দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
রবিবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, নদী ভাঙনের অন্যতম কারণ, অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজারের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিনিয়তই অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাত ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ভোলা কর্তৃক ভোলা সদর উপজেলাধীন ভেদুরিয়া টাওয়ারের মাথা এবং বোরহানউদ্দিন উপজেলাধীন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে পাঁচটি ড্রেজার এবং ১২টি বাল্কহেডসহ ৩৭ দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
পরে আহসান হাফিজ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ভোলা সদর এর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত ড্রেজার এবং বাল্কহেড পরিদর্শক বিআইডব্লিউটিএ, ভোলা সদর ভোলা এর নিকট হস্তান্তর করা হয় এবং আকটকৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার ও বাল্কহেডসমূহের বিরুদ্ধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(ঢাকা টাইমস/১৬ফেব্রুয়ারি/এলএম/এসএ)

মন্তব্য করুন