মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা

টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের দ্বিতীয় পর্বের ৫৮তম বিশ্ব ইজতেমা।
রবিবার দুপুর ১২টা ৩৭ মিনিটে মোনাজাত শুরু করেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। প্রায় ৩০ মিনিট উর্দুতে মোনাজাত পরিচালনার পর দুপুর ১টা ৭ মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত।
আখেরি মোনাজাত মুঠোফোন, বেতার, ওয়ারলেস সেট, ইলেকট্রনিক মিডিয়া ও স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাদে দেশ-বিদেশের লাখ লাখ মানুষ এক সঙ্গে হাত তুলেছেন ক্ষমাশীল পরওয়ারদিগারের শাহী দরবারে।
দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের দিন টঙ্গী এলাকায় ঢাকা ও ময়মনসিংহ মহাসড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
৯ যুগলের বিয়ে: ৯ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়। বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সাদ। তাবলিগের রেওয়াজ অনুযায়ী, বর-কনের সম্মতিতে বর ও উভয় পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে। বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহরে ফাতেমি’র নিয়মানুযায়ী। এতে মোহরানার পরিমাণ দেড়শ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ। বিয়ের পর নবদম্পতির সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া ও খুরমা খেজুর এবং মিষ্টি বিতরণ করা হয়।শনিবার সন্ধ্যা পর্যন্ত অর্ধশতাধিক রাষ্ট্রের প্রায় এক হাজার ৭০০ বিদেশি মেহমান উপস্থিত হয়েছেন। এর মধ্যে অস্ট্রেলিয়া, আলজেরিয়া, বাহরাইন, কম্বোডিয়া, কানাডা, চায়না, ফিজি, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, সিঙ্গাপুর, সুদান, থাইল্যান্ড, তিউনিশিয়া উল্লেখযোগ্য।
ওজুর পানি বিক্রি: মৌসুমি ব্যবসা হিসেবে অনেকে ইজতেমায় আগত মুসল্লিদের কাছে বালতি, বোতল, বদনায় করে ওজুর পানি বিক্রি করেন।
মোবাইল চার্জ: আগত মুসল্লিদের মোবাইল চার্জ দেওয়ার জন্য অনেকে দোকান খুলে বসেছে। টাকার বিনিময়ে মোবাইল চার্জ দিতে দেখা যায় মুসল্লিদের।
বিনামূল্যে পানি বিতরণ: আগত মুসল্লিদের সুবিধার কথা চিন্তা করে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে ও ব্যক্তিগত উদ্যোগে খাবার পানি ও শরবত বিতরণ করা হয়েছে।
(ঢাকা টাইমস/১৬ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন