সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ দুজনের মৃত্যু

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম শিউলি আক্তার ও সুমন রহমান। তারা ভাইবোন।
শনিবার রাতে ও রবিবার দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মারা যান।
নিহত শিউলি আক্তার (৩২) মুন্সীগঞ্জের নিমতলীর আলাউদ্দিনের মেয়ে। সুমন রহমান (৩০) শিউলির ভাই। এ ঘটনায় শিউলির স্বামী, দুই সন্তানসহ ৯ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আগুনে শিউলি আক্তারে শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। শনিবার রাত ৩টা ২৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এ ছাড়া সুমন মিয়া চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে মারা যান।নিহতের স্বজনরা জানান, গত শুক্রবার সাভার উপজেলার আশুলিয়ার গোমাইল এলাকায় ভাই সুমন রহমানের ভাড়া বাসায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে বেড়াতে যান শিউলি। ওই বাসায় সুমন স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। এছাড়া ওইদিন সুমনের ভাই সোহেল, সুমনের মা সূর্যবানু, ফুফু জহুরা বেগমও ওই বাসায় এসেছিলেন। শবেবরাত উপলক্ষে পিঠাপুলির আয়োজন ছিল। রাত সাড়ে ৯টার দিকে রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে বিকট শব্দ হয়। মুহূর্তেই ঘরে আগুন ধরে ১১ জন দগ্ধ হয়। পরে অগ্নিদগ্ধদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিউলি আক্তার শনিবার রাতে মারা যান এবং আজ মারা যান সুমন রহমান।
(ঢাকা টাইমস/১৬ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন