মোহাম্মদপুরে প্রকাশ্যে অস্ত্র দেখানো ব্যক্তি জাতীয় পার্টি নেতার ভাই, ঘটনার বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৭
অ- অ+

দিনেদুপুরে পিস্তল বের করে পথচারীকে হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

রবিবার বিকালে রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে পথচারীদের হুমকি দিতে দেখা যায় ওই ব্যক্তিকে। অস্ত্রধারীর নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাদল। তিনি স্থানীয় জাতীয় পার্টির কাউন্সিলর সেন্টুর বড় ভাই।

পুলিশ বলছে, তার কাছে থাকা অস্ত্রটি বৈধ ছিল। তিনি নিজের নিরাপত্তার জন্য সেটি উঁচিয়েছিলেন। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আমেরিকা প্রবাসী।

প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হুমকির ঘটনার দৃশ্য কেউ একজন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। এরপর তা ভাইরাল হয়। তাছাড়া প্রকাশ্যে রাস্তায় অস্ত্র উঁচিয়ে হুমকির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, তাজমহল রোড ঈদগাহ মাঠের পূর্ব দক্ষিণ কোনায় (শেরশাহ শুরী রোড অংশে) এ ঘটনা ঘটে। পুলিশ অস্ত্র প্রদর্শনকারীকে আইনের আওতায় আনতে কাজ শুরু করে। পরে তার অবস্থান শনাক্ত করা হয়। এর পর তাকে থানায় ডেকে নেওয়া হয়।

অন্যদিকে তাজমহল রোডের একাধিক দোকানি জানিয়েছেন, বিকাল পাঁচটার দিকে হঠাৎ করে বেশ কয়েকজন লোককে জড়ো হতে দেখা যায়। এরমধ্যে একজন ব্যক্তি পিস্তল উঁচিয়ে অটোরিকশা চালকসহ কয়েকজনকে হুমকি দিতে থাকেন।

সোমবার দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা ঢাকা টাইমসকে বলেন, “অস্ত্রধারী ব্যক্তিকে শনাক্তের পর থানায় নেওয়া হয়েছিল। তিনি আমেরিকা প্রবাসী। তার অস্ত্রটি বৈধ।”

জুয়েল বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম বাদল জানিয়েছেন তিনি কাউন্সিলর সেন্টুর বড় ভাই। ঘটনার সময় তিনি নিজেকে নিরাপত্তাহীনতায় আছেন মনে করে অস্ত্র উঁচিয়েছিলেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করলেন গুতেরেস
অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-রুপনা
সোনারগাঁয়ে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ 
মোহাম্মদপুরে বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা