নজরুল বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে নারী শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে আত্মহত্যার চেষ্টা করেছেন ফোকলোর বিভাগের এক নারী শিক্ষার্থী। মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চারুদ্বীপের একটি মেসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেয়েটি ফোকলোর বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মাঝরাতে প্রেমঘটিত বিষয় নিয়ে প্রেমিককে ভিডিও কলে রেখে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে আশেপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়।
প্রথমে ত্রিশালের প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে সুইসাইডাল কেসের জন্য সরকারি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে মেয়েটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। বর্তমানে সে হাসপাতালে অনেকটা সুস্থ আছে। তবে সে ৪৮ ঘণ্টা ডাক্তারের অবজারভেশনে থাকবে।’
এদিকে, ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা দেখে অগ্নি-বীণা হল থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন প্রেমিকও। এ সময় তিনি অজ্ঞান হয়ে যান। তবে বর্তমানে তিনিও স্বাভাবিক আছেন বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন