কুয়েটে সংঘর্ষের কারণ খুঁজতে টিম পাঠাচ্ছে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৯
অ- অ+

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধান করতে কেন্দ্রীয় সংসদ থেকে টিম পাঠাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল।

২৪ ঘণ্টার মধ্যে সরজমিন তদন্ত করে সংঘর্ষের কারণ সম্পর্কে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করতেও বলা হয়েছে।

মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধান করতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ও সোহেল রানাকে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটে।

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাসের আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দফায় দফায় এ সংঘর্ষ চলে বিকেল পাঁচটা পর্যন্ত। এতে কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ সংঘর্ষের সূত্রপাত নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে।

ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন, বৈষম্যবিরোধীদের ব্যানারে বের করা মিছিল থেকে প্রথমে আক্রমণ করা হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের হামলার পাল্টা অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’—বলা সেই পুলিশ কর্তাসহ তিনজন বরখাস্ত
ক্ষুদ্র জাতিগোষ্ঠী নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়
কুষ্টিয়ায় পাট জাগ দিতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু
‘গুলি করলে মরে একটা, বাকিডি যায় না’ বলা সেই পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা