তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিয়ার জব্দ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৬| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৮
অ- অ+

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিয়ার জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট এলাকা থেকে এসব জব্দ করা হয়।

বিজিবি জানায়, উপজেলার চারাগাঁও বিওপির নিয়মিত টহল দল বাংলাদেশের অভ্যন্তরে লালঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্তের চিহ্নিত চোরাকারবারিরা ২৩৭ বোতল ভারতীয় মদ ও ৪২ বোতল বিয়ার ফেলে পালিয়ে যায়। যার বাজারমূল্য তিন লাখ ৬৬ হাজার টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তের চোরাকারবারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো অনিয়মকেই ছাড় দেয়া হবে না। আমাদের টহল জোরদার করা হয়েছে।

(ঢাকা টাইমস/২০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে: সলিমুল্লাহ খান
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা