বাংলার জমিনে প্রথম মুক্তিযোদ্ধা হাজী শরীয়ত উল্লাহ: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘হাজী শরীয়ত উল্লাহ বাংলায় ইসলাম প্রতিষ্ঠার নাম। যিনি ব্রিটিশদের শাসন বিরোধীতা করতে প্রতিষ্ঠা করেছিলেন ফরায়েজী আন্দোলন। বাংলার মানুষ মাথায় টুপি পরে, নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, ইসলাম ধর্ম পালন করে তা শুধু সম্ভব হয়েছে হাজী শরীয়ত উল্লাহর জন্য।’
শুক্রবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলায় বাহাদুরপুর মাদরাসার ৮০তম ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা যখন পড়াশুনা করেছি তখন ফরায়েজী আন্দোলন ও হাজী শরীয়ত উল্লাহর বাংলার জমিনে ইসলামের ভিত্তি গড়ার জন্য কি করেছেন তা আমরা জানতে পেরেছি? তবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় হাজী শরীয়ত উল্লাহর কোনো নাম নেই বা শিক্ষা ব্যবস্থায় তার সম্পর্কে জানার কোনো শিক্ষা নেই। তাই আমরা শিক্ষা অধিদপ্তরের সাথে সমন্বয় করে হাজী শরীয়ত উল্লাহ সম্পর্কে জানার জন্য পাঠ্য বইতে তার ইতিহাস অন্তর্ভুক্ত করবো। বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠায় হাজী শরীয়ত উল্লাহর অবদান আপনি ও আমি কোনদিন অস্বীকার করতে পারবো না।’
তিনি আরও বলেন, ‘ফরায়েজী আন্দোলন বাংলাদেশের একটি পুরাতন সংগঠন। তবে এই পুরাতন সংগঠনটি এখনও পর্যন্ত নিবন্ধন পাইনি এটা খুবই আশ্চর্যের বিষয়। আমি চেষ্টা করবো নির্বাচন কমিশনের সাথে এই সংগঠনের নিবন্ধনের ব্যাপারে কথা বলবো। আমি এতটুকু বলতে পারি বাংলার জমিনে প্রথম মুক্তিযোদ্ধা হলো হাজী শরীয়ত উল্লাহ। যিনি ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা।’
এসময় উপস্থিত ছিলেন বাহাদুরপুর আস্তানার পীর ও বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, মহাসচিব অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের, মোহাম্মদ ছাইদুজ্জামান নাসিম, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ প্রমুখ।
(ঢাকা টাইমস/২১ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন