নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৫| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও ব্যান্ড নকল করে তা বাজারজাত করার অপরাধে তাহেরা ফুড নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে যৌথবাহিনী।

শনিবার দুপুরে উপজেলার চৌমুহনী বাজারের মাদরাসা সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।

অভিযান সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে তাহেরা ফুড কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সেমাই তৈরি করে বনফুল ব্যান্ডের মোড়কে তা বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে সেনাবহিনী ও পুলিশের সহযোগিতায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বনফুল কোম্পানির মোড়কে সেমাই বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের পরিচালক আবু তাহের পাটোয়ারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি তারা একটি ব্যান্ডের মোড়ক নকল করে সেমাই বাজারজাত করে আসছিল। এছাড়াও তাদের এ কারখানায় শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার করার প্রমাণও আমরা পেয়েছি। প্রথম ধাপে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। তিন দিনের মধ্যে তাদের সমস্যাগুলো সমাধান করতে না পারলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২২ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৭০ জন আটক
যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা