শ্রীপুরে প্রকাশ্যে অস্ত্র হাতে যুবদল নেতার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ৪

গাজীপুরের শ্রীপুর উপজেলায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু মাইকে ঘোষণা দিয়ে চাঁদা দাবির ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার মুলাইদ মধ্যপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে হাসেম (৩৯), আইনুদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৪), মৃত ছমির উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৮) এবং টেপিরবাড়ি গ্রামের দেওচালা এলাকার মো. মাইজ উদ্দিনের ছেলে হৃদয় হাসান রাকিব (২৬)। মূল অভিযুক্ত জাহাঙ্গীর আলম পিন্টুকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
ওসি জানান, শনিবারের ঘটনায় রাতে থানায় মামলা করা হয়েছে। এর মধ্যে পাঁচজন এজাহারনামীয়সহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের নামে মামলা হয়েছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এক আসামির কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। মূলহোতা জাহাঙ্গীর আলম পিন্টুসহ বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।উল্লেখ্য, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের এমসি বাজারে বিকাল ৪টার দিকে যুবদলের সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পিন্টু ঘোষণা দেন ‘আজ থেকে এ বাজারে টাকা তুলব আমি। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে। কেউ বাধা দিলে তাকে অনেক খেসারত দিতে হবে। এর আগে তার নেতৃত্বে উপজেলার এমসি বাজারে প্রকাশ্যে রামদা হাতে নিয়ে মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা। ইতোমধ্যে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
(ঢাকা টাইমস/২৩ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন