চোর দেখে চিৎকার, নারীকে কুপিয়ে হত্যা, আটক ১

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯
অ- অ+

নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে তাসলিমা বেগম রোজি (৬০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তারেক হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে জালিয়াল গ্রামের আলী আহমদ চাপরাশির বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত তাসলিমা বেগম রোজি ওই বাড়ির ওবায়দুল হকের স্ত্রী।

অন্যদিকে আটককৃত তারেক একই এলাকার আব্দুল হাকিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঘরে একাই ছিলেন রোজি। রাত সাড়ে আটটার দিকে তার ঘর থেকে চিৎকারের শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকজন এগিয়ে যান। এ সময় তারা ওই ঘরের সামনের দরজাটি বন্ধ পান।

পরে পেছনের দরজায় গিয়ে সেটি খোলা এবং ভেতরে রক্তাক্ত অবস্থায় রোজিকে পড়ে থাকতে দেখেন। লোকজন দ্রুত রোজিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, খবর পেয়ে সুধারাম মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পার্শ্ববর্তী কালিতারা বাজার থেকে সন্দেহজনকভাবে তারেককে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেন তারেক।

তিনি জানান, চুরি করতে গেলে রোজি তাকে চিনে ফেললে তাদের ঘরে থাকা একটি চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে পালিয়ে যায় তারেক।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। ঘটনার সন্দেহভাজন হিসেবে তারেককে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।’

মোহাম্মদ ইব্রাহীম আরও জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের চাপে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের খনিজসম্পদ চুক্তি স্বাক্ষর
মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা