‘রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব নয়’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ তালুকদার বলেছেন, নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব নয়। তাই দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। বিলম্বে হলেও অন্তর্বর্তী সরকারের তা বোধোদয় হয়েছে। এ কারণে প্রধান নির্বাচন কমিশনার অক্টোবরের মধ্যে নির্বাচন দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্থানীয় সরকার মূলত জাতীয় সরকারের সহযোগী সংস্থা। তাই নির্বাচিত জাতীয় সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছেন, তারা বিষয়টি না বুঝেই বলছেন।
দেশকে গণতান্ত্রিক ধারায় নিতে হলে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তিনি।বিমানবন্দরে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ঢাকা হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট হারুন অর রশিদ, অ্যাডভোকেট আবুল কালাম খান ও শেখ সাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আলীম মিন্টু প্রমুখ।
(ঢাকা টাইমস/২৫ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন