বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীদের অবরোধ-বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১২| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৫
অ- অ+

রাজধানীর বনশ্রী এলাকায় অলংকার জুয়েলারির মালিক আনোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বনশ্রীতে সড়ক অবরোধ করা হয়। খিলগাঁও, সবুজবাগ, রামপুরা ও শাহজাহানপুর এলাকার জুয়েলারি মালিক সমিতির সদস্যরা অবরোধ ও বিক্ষোভে অংশ নেন। তারা সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর একটি মিছিল নিয়ে রামপুরা থানার দিকে যান।

আগামী শনিবারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার করার দাবি জানিয়ে বিক্ষোভ থেকে হুঁশিয়ার করা হয়, তা না হলে আগামী সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবেন তারা।

হামলাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ওই এলাকার ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে খিলগাঁও, সবুজবাগ, রামপুরা ও শাহজাহানপুর এলাকার জুয়েলারি মালিক সমিতির সভাপতি মো. ইয়াকুব বলেন, আনোয়ারের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার এবং আনোয়ারকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান তিনি।

গত রবিবার স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪২) তার বনশ্রী ডি ব্লকের দোকান থেকে রাতে ফেরার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন। একই ব্লকে তার বাসার সামনে এই ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাকে গুলি ও ছুরিকাঘাত করে তার কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার একটি ভিঢিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে: সলিমুল্লাহ খান
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা