সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশে ঝামেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৯| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৪
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ করতে গিয়ে ঝামেলায় পড়েছে উদ্যোক্তারা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে শিক্ষা ঐক্য মুক্তি স্লোগান নিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও নিজেদের মধ্যে মতদ্বৈধতার ঝামেলায় পড়েছে আত্মপ্রকাশ হতে যাওয়া সংগঠনটি।

বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কমিটি মেনে নেবেন না বলে জানিয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের শিক্ষার্থীদের কমিটিতে রাখার দাবি তাদের। এ নিয়ে মিছিল-স্লোগান দিচ্ছে তারা।

নতুন এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হওয়ার কথা আবু বাকের মজুমদারেন। তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির অন্যতম সমন্বয়ক ছিলেন। আবু বাকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক সদস্য সচিব হিসেবে নাম এসেছে সাবেক সমন্বয়ক বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ একসময় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ছিলেন।

অন্যান্য বেশির ভাগ পদেও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নামের আধিক্য।

কয়েক দিন ধরেই আলোচনায় ছিল এই ছাত্র সংগঠন আত্মপ্রকাশের খবর। এদিকে আগামী শুক্রবার ঘোষণা হতে যাচ্ছে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামে নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরানা পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিভল
এক দিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া
শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে: সালাম আজাদ
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা