সুনামগঞ্জ নির্ধারিত সময়ে ফসলরক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৬
অ- অ+

অনিয়ম অব্যবস্থাপনার কারণে নির্ধারিত সময়ে ফসলরক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ার প্রতিবাদে সুনামগঞ্জ মানববন্ধন করেছে হাওর ও কৃষকের সংগঠন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি। মানববন্ধনে বিভিন্ন উপজেলার কৃষক ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে চলমান ফসলরক্ষা বাঁধের কাজের অনিয়ম ব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বক্তারা বলেন, আগে বলা হত আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁধে থাকায় অনিয়ম হচ্ছে। এখন তো তারা দেশ ছাড়া, বিএনপিও ক্ষমতায় নেই আর জামায়াতও নেই। ক্ষমতায় অন্তর্বর্তী সরকার। তাহলে প্রশাসন কাকে ভয় পাচ্ছেন আর কার ভয়ে আপনারা দুর্নীতির আশ্রয় নিচ্ছেন। কার ভয়ে অমুক তমুখ নেতাকে গার্ড দিয়ে এই কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন। আপনারা হাওর বাঁচাও আন্দোলনের ইতিহাস যানবেন। পূর্বের মত কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

২৮ ফেব্রুয়ারির মধ্যে ফসলরক্ষা বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও নির্ধারিত সময়ে পেরিয়ে গেলেও এখনো ৬০ ভাগ কাজ শেষ হয়নি। এদিকে বাঁধের কাজ অসম্পূর্ণ থাকলেও প্রতিদিন খাতা-কলমে অগ্রগতি প্রতিবেদন তৈরি করছে পানি উন্নয়ন বোর্ড। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় পাহাড়ি ঢল ও আগাম বন্যায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা জানান নেতৃবৃন্দ।

সংশ্লিষ্টদের গাফিলতির কারণে ফসলডুবির ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। তারা বলেন, বাধঁ ভেঙে বোরো ফসলের ক্ষতি হলে ১২টি জেলা সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে। যা গত ২৩-২৪ সালেও শাল্লা উপজেলায় মামলা হয়েছিল। পানি উন্নয়ন বোর্ড ও ডিসি অফিস ঘেরাও করা হবে।

পাউবো ও জেলা প্রশাসক সংশ্লিষ্টদের হুশিয়ার করে আরও বলেন, যদি আগাম পাহাড়ি ঢলের পানি কোনো কারণে না আসে আর ফসলে ক্ষতি নাও হয় তাহলেও মামলা করা হবে বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতি করার জন্য। আপনারা সাবধান হয়ে যান। নতুবা এই জেলা ছেড়ে যেতে বাধ্য করা হবে।’

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুল্লাহ সরকার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সাধারণ ওবায়দুল হক মিল, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য: বিএনপি নেতা সাজু
জাতীয় প্রেসক্লাবের সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা জামালপুরের কৃষক 
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা