পাবনায় ১৬টি অবৈধ ইটভাটায় ৫০ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হয়েছে চারটি

পাবনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৬টি অবৈধ ইটভাটা থেকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েচে। এছাড়া চারটি অবৈধ ইটভাটা এস্কেভেটর মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার বিকালে জেলার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ভবানীপুরের বিভিন্ন এলাকা এই অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।
অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে পাবনা জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব-১২ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, সদর দপ্তর, ঢাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. রেজওয়ান-উল-ইসলাম এর নেতৃত্বে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে ১৬টি ইটভাটা থেকে ৫০ লাখ টাকা জরিমানা আদায় এবং চারটি ড্রাম চিমনীর ইটভাটা সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর, পরিদর্শক আব্দুল মমিনসহ অত্র কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিবেশ সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে অভিযান শেষে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন