যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩২
অ- অ+

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে দেশের বৃহৎ দৈনিক ১৭শ' মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যমুনা সার কারখানার জিএম (প্রশাসন) দেলোয়ার হোসেন।

এর আগে বুধবার সন্ধ্যার দিকে অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। ১৩ মাস ২৩ দিন কারখানার উৎপাদন বন্ধ থাকার পর ২৩ ফেব্রুয়ারি বিকালে গ্যাসে সংকটের দায় দিয়ে ৬০ ভাগ হারে উৎপাদন শুরু হলেও ৪ দিন যেতে না যেতেই যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ হলো।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ্ মুহাঃ মোসলেহ উদ্দীন জানান, অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘বুধবার সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আমরা কারখানার উৎপাদন বন্ধ করে দিই। দ্রুত মেরামত কাজ চলছে। কাজ শেষ হলেই যে কোনো সময় আমরা ফের উৎপাদনে যেতে সক্ষম হবো।’

(ঢাকা টাইমস/২৭ফেব্রুয়ারি/এসএ/

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যাপক নিরাপত্তায় ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া
এনআরবিসি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন ড. তৌহিদুল আলম
খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস আলম
ময়মনসিংহে একযোগে ৬ থানার ওসিকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা