চুয়াডাঙ্গায় গোয়ালঘর থেকে দুই কোটি ৮৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৯
অ- অ+

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের এক বসতবাড়ির পরিত্যক্ত গোয়ালঘরে অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি-৬। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (বিজিবি-৬) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৬ জানতে পারে, দামুড়হুদার হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি বাড়ির পরিত্যক্ত গোয়ালঘরে লুকিয়ে রাখা হয়েছে।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় হুদাপাড়া বিওপির একটি আভিযানিকদল হুদাপাড়া গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে হারুনের বসতবাড়ির পরিত্যক্ত গোয়ালঘরে তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক হারুন কৌশলে পালিয়ে যান। বিজিবি টহলদল গোয়ালঘরের ভেতর ঝুলানো একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দ্বারা মোড়ানো দুটি প্যাকেট থেকে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো (২.৩৩৫ কেজি) ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (বিজিবি-৬) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা। এ ঘটনায় নায়েক ইকবাল হোসেন (পিবিজিএম) বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করেছেন। এছাড়া জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হবে।

(ঢাকা টাইমস/২৮ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা