সাত দিনের মধ্যে বাজারে তেলসহ সব সমস্যার সমাধান হবে: বাণিজ্য উপদেষ্টা 

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৩
অ- অ+

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ‘রমজান উপলক্ষে বাজারে তেলসহ যেসব সমস্যা রয়েছে আগামী সাত দিনের মধ্যে সমাধান হয়ে যাবে।’ শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন এবং ট্যানারি মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এবারের রমজানে বাজারে কোনো খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই। সাত দিনের মধ্যে খেজুরসহ সব জিনিসপত্রের দাম কমে আসবে। এবারের রমজানে সবকিছুই মজুত রয়েছে। আশা করি কোনো বাজারকেন্দ্রিক সমস্যা হবে না।’

প্রতি বছর কোরবানির ঈদ এলে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) ব্যবস্থাপনা পর্যাপ্ত না থাকায় তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলা হয়। ফলে ধলেশ্বরী এবং বংশীসহ দূষিত হয় আশপাশের নদ-নদীর পানি। একটি গবেষণায় দেখা গেছে, চামড়া শিল্প নগরীর বর্জ্য এবং আশপাশের শিল্প কলকারখানার বর্জ্য পরিশোধন ছাড়াই নদ-নদীতে ফেলায় নদীগুলোতে ক্রুমিয়ামের মাত্রা বেড়েছে উল্লেখযোগ্য হারে, যা কিনা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

এ সময় তিনি ট্যানারি মালিকদের পরিবেশ দূষণ থেকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন। উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ঢাকা টাইমস/২৮ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা