অপারেশন ডেভিল হান্ট: যাত্রাবাড়ীতে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে  ৮ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২১
অ- অ+

দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত আট জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাসেল ওরফে টেরা রাসেল (২২), মো. সাইমুন ওরফে আকাশ (২১), আল আমিন (২৩), নুর মোহাম্মদ (২৩), মো. রাব্বি হাসান হৃদয় (২০), মো. রমজান (২৮), আবদুল রায়হান বাবু (২৫) ও নিরব (১৯)।

শুক্রবার রাতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত আট জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে- পেশাদার সক্রিয় ছিনতাইকারী, এজাহারনামীয় পলাতক আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিগগিরই প্রকৃত সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে: প্রেস সচিব
ডিজিটাল ব্যাংকিং সেবায় পুরস্কার পেল ইসলামী ব্যাংক
প্রধান বিচারপতির বাসভবনসহ ৯ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ডিএমপির
বাংলাদেশ-মিয়ানমার করিডোর: অর্থনৈতিক সম্ভাবনা ও ভূ-রাজনৈতিক বাস্তবতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা