সৌদির সাথে মিল রেখে জামালপুরের ১৭ গ্রামে রোজা শুরু

প্রতি বছরের মতো এ বছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে জামালপুরের ১৭টি গ্রামে শনিবার থেকে রোজা শুরু হয়েছে।
শুক্রবার এশার নামাজের পর তারাবি নামাজের মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছে তারা।
জেলার মেলান্দহ উপজেলার রামভদ্রা, ইসলামপুরের সাপধরীর পশ্চিম মণ্ডলপাড়া, সরিষাবাড়ীর বলারদিয়া, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড়সহ ১৬টি গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ সৌদির সঙ্গে মিল রেখে রোজা রেখেছেন।
রোজা রাখার বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ীর বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন জানান, অনেক দিন আগে থেকেই প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ এলাকার অন্তত ১৬ গ্রামের মানুষ রোজা রাখে। এরই ধারাবাহিকতায় এ বছরও রোজা রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির এই যুগে সব খবর মুহূর্তের মধ্যেই পাওয়া যায়। আমাদের ধর্মীয় বিষয়ে সব কিছুই যখন সৌদি আরবকে অনুকরণ করা হয় সেহেতু ঈদ করলে দোষের কী। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করা দোষের কিছু নয়।
(ঢাকা টাইমস/০১মার্চ/এসএ)

মন্তব্য করুন