ভারতে পাচারকালে তিন কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ২ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৫, ১৯:৪৯| আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২০:৫৫
অ- অ+

চুয়াডাঙ্গায় ভারতে পাচারের সময় প্রায় আড়াই কেজি ওজনের ১৮টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ সময় আটক করা হয়েছে দুই চোরাকারবারিকে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।

আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা- বিজিবির দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চুয়াডাঙ্গা- বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা- বিজিবির দপ্তরের সামনে অবস্থান নেয় বিজিবি। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো -১৫-০৪৫৬) গতিরোধ করা হয়।

পরে গাড়ি থেকে স্বর্ণ চোরাকারবারি সন্দেহে দুজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন কেজি ৪১১ গ্রাম যার আনুমানিক মূল্য কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা।

আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) কুমিল্লার দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)

চুয়াডাঙ্গা- বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কাজ চলছে।

(ঢাকাটাইমস/৪মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা