মেঘনায় জাটকা ধরার দায়ে ১১ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৫, ১৪:৩৪
অ- অ+

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১১ জেলেকে আটক করা হয়ছে। এর মধ্যে জেলেকে তিন হাজার টাকা করে ২৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত এবং তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। সময় তাদের কাছ থেকে কেজি জাটকা, ২টি নৌকা হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

শুক্রবার ( মার্চ) দুপুরে এসব তথ্য জানান অভিযানে অংশ নেওয়া চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

সহকারী মৎস্য কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার ( মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর মোহনা এলাকায় মৎস্য বিভাগ কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ১১ জেলেকে আটক করা হয়। রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা আটক জেলেদের মধ্যে আটজনকে জরিমানা এবং অপ্রাপ্তবয়স্ক তিনজনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।

আটক জেলেরা হলেন- মো. আল-আমিন (৩৫), জাকির (৩০), খোকন (৫৩), নুরুন্নবী (৩২), জয়নাল চৌকিদার (৪০), কামাল হোসেন (৩৫), ইব্রাহীম সরদার (২২) কুদ্দুস আলী পেদা (২২) অপ্রাপ্ত বয়স্ক জেলেরা হলেন-ইমরান সরদার (১৬), ইয়াছিন ব্যাপারী (১৫) মো. কালু মিয়া (১৩)

সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান আরো বলেন, মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস পদ্মা-মেঘনায় অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণে অভিযান চলবে। গত মার্চ টাস্কফোর্সের অভিযানে জেলে আটক হয়। মার্চ আটক হয় জেলে।

(ঢাকাটাইমস/৭মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা